Holiday : পশ্চিমবঙ্গে টানা ছুটি থাকবে! আগস্ট মাসে স্কুল, কলেজ, সরকারি অফিস ছুটির তালিকা

রাজ্য সরকারি কর্মীদের জন্য টানা ছুটি (Holiday) নিয়ে এসে গেল বড়ো সুখবর। পাশাপাশি, সুখবর এলো স্কুল পড়ুয়াদের জন্যও। এবার ফের একবার সকলের জন্য ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee). এই ছুটির বিষয়ে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিও। লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর এসেই যাচ্ছে। সম্প্রতি রাজ্য সরকারের ঘোষণায় এক মাসের বেশি মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা।

Long Holiday in West Bengal August 2024.

পাশাপাশি, বেশ কয়েকটি ভাতা নিয়ে দারুণ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। যার ফলে এখন পশ্চিমবঙ্গের কর্মীদের মধ্যে রয়েছে খুশির মেজাজ। এই মুহূর্তে জুলাই মাস শেষের পথে। হাতে আর মাত্র এক দিন। তারপরেই আগস্ট মাস। আর আগামী মাসেই রয়েছে একের পর এক ছুটি (Government Holiday List 2024). চলতি জুলাই মাসে খুব একটা বেশি ছুটি মেলেনি। একটানা কাজ করতে হয়েছে সরকারি কর্মীদের।

পশ্চিমবঙ্গে আগস্ট মাসের ছুটির তালিকা

স্কুল পড়ুয়াদেরও টানা ক্লাস করতে হয়েছে। তবে এবার সরকারি কর্মীদের থেকে শুরু করে স্কুল, কলেজের পড়ুয়াদের এক টানা বেশ কয়েকদিন ছুটির সুযোগ রয়েছে। আসন্ন অগাস্ট মাসে স্কুল, কলেজ বা ব্যাংক তো ছুটি থাকছেই, পাশাপাশি পর পর ছুটি পাবে পড়ুয়া ও সরকারি কর্মীরাও। ৩ আগস্ট প্রথম শনিবার স্কুল হাফ ছুটি থাকবে। এরপর ৪ আগস্ট রবিবার স্কুল, কলেজ, ব্যাংকে ছুটি থাকবে (August Holiday List 2024).

রাজ্যে টানা ছুটি থাকবে

১০ অগাস্ট দ্বিতীয় শনিবার পড়েছে। যার কারণে ব্যাঙ্ক ছুটি (Bank Holiday 2024) থাকবে। এরপর ১১ আগস্ট রবিবার স্কুল, কলেজ, অফিস আদালত ব্যাঙ্ক সবই ছুটি থাকবে। ১৫ অগাস্ট বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশ জুড়ে ছুটি থাকবে। ১৭ আগস্ট শনিবার স্কুল বন্ধ থাকবে। অফিসও হাফ ছুটি। ১৮ আগস্ট রবিবার স্কুল, কলেজ, অফিস, আদালত সবই বন্ধ থাকবে।

DA Hike News (মহার্ঘ ভাতা বৃদ্ধি)

স্বাধীনতা দিবস ও রাখি পূর্ণিমায় টানা ছুটি

১৯ আগস্ট সোমবার রাখি পূর্ণিমার জন্য সরকারি অফিস, আদালত, স্কুল কলেজ ছুটি থাকবে। তার আগে শনি, রবি এমনিতেই ছুটি, আর রাখির হলিডে যোগ করে নিলে পরপর টানা তিনদিন ছুটির সুযোগ। ২৪ আগস্ট চতুর্থ শনিবার থাকায় ব্যাঙ্ক ছুটি থাকছে। স্কুল অফিসেও হাফ ছুটি (Half Day Holiday) থাকবে। এরপর ২৫ আগস্ট রবিবার সর্বত্রই ছুটি থাকবে। তবে, এখানেই শেষ নয়।

আপনার এলাকায় BSNL-র নেটওয়ার্ক আছে? SIM কেনার আগে স্পীড চেক করুন

২৬ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষেও ছুটি মিলবে। সেই দিনও সোমবার। ফলে ছুটি পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা। তখনও টানা শনি, রবি, সোম ছুটি কাটানোর সুযোগ থাকছে অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে আগস্ট মাসে দুই দফায় টানা তিন দিন করে ছুটির (Holiday for Government Employees) সুযোগ রয়েছে। আগস্ট মাস আসার আগেই এই ছুটির খবরে এবার দারুন খুশি হয়েছেন রাজ্য সরকারি কর্মচারী থেকে স্কুল পড়ুয়া সকলেই।
Written by Sampriti Bose.

Leave a Comment