Government Holiday: নভেম্বর মাসে ছুটির তালিকা। সরকারি কর্মী ও পড়ুয়ারা কতদিন ছুটি পাবেন?

দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে একটু নিষ্পত্তি পেতে প্রত্যেকটি মানুষই ছুটি (Government Holiday) চায়। ছুটি কথাটা শুনে শুধুমাত্র শিশুরা আনন্দিত হয় না, ছোট থেকে বড় প্রত্যেকটি মানুষই তাদের দৈনন্দিন কাজকর্ম থেকে কিছুটা মুক্তি খোঁজে। তবে অক্টোবর এবং নভেম্বর মাস যেহেতু বিভিন্ন উৎসবের তাই এমনিতেই ছুটি থাকে তাই এই দুই মাসের সবচেয়ে বেশি ছুটি (Holiday) পরিলক্ষিত হয়।

Government Holiday List in November

অক্টোবর মাসে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো ও অন্যান্য আরো কিছু কারণে অনেক গুলো দিন ছুটি পেয়েছে সরকারি ও বেসরকারি কর্মীরা (Government Holiday). নভেম্বর মাস আসতেই আর কোন কোন ছুটি অপেক্ষা করছে তা একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। এই বছর ৩১ অক্টোবর দীপাবলি, এছাড়াও রয়েছে ভাইফোঁটা তাছাড়াও নভেম্বর মাসে রয়েছে শিশু দিবস ও আরো একাধিক ছুটি।

নভেম্বর মাসে ছুটির তালিকা

কাজকর্ম থেকে একটু বিরতি পেতে প্রত্যেকটি মানুষেরই ভাল লাগে। বিশেষ করে ছুটির দিনে পরিবার পরিজনদের সাথে একটু বাড়িতে বসে আড্ডা বা ছোটখাট ঘুরতে যাওয়ার প্ল্যান আপনি করে নিতেই পারেন। নভেম্বর মাসে এই রকম ছোটখাটো ছুটি (Government Holiday) কোন কোন দিন আপনি পেতে চলেছেন তা এখনই দেখে নিন, সে হিসেবেই একটি ছোটখাটো ঘুরতে যাওয়া প্ল্যান আপনি করে নিতেই পারেন।

নভেম্বর মাসে যেই রকম ভাইফোঁটা পড়েছে, তেমনই রয়েছে গোবর্ধন পুজো, ছট পুজো, কার্ত্তিক পুজো ও শিশু দিবস এবং আরো অনেক ছুটি। সরকারি স্কুল গুলো দুর্গাপুজো থেকে ছুটি (Government Holiday) শুরু হয়ে গিয়েছে। স্কুল খুলবে পুনরায় ভাই ফোঁটার পরে। স্কুল খুলে যাওয়ার পরও অনেক ছুটি মাঝখানে থাকবে। ৩১ শে অক্টোবর রয়েছে দীপাবলি, ৩ ই নভেম্বর ভাইফোঁটা, ৭ ই নভেম্বর থাকতে ছটপুজো, ১৫ ই নভেম্বর গুরুনানকের জন্মদিন।

Government Holiday List 2025

ক্যালেন্ডার হাতে পেতে প্রত্যেকে আগে পেন দিয়ে মার্ক করে নেয় এই বছরের দুর্গাপুজো কবে থেকে শুরু। তাই আপনাদের সুবিধার জন্য এই প্রতিবেদনে আগামী বছরের দুর্গা পূজা থেকে পরপর প্রত্যেকটি পুজো কোন কোন দিন পড়েছে তা একবার দেখে নিন। 2025 সালে দুর্গাপুজো (Government Holiday) কিছুটা এগিয়ে এসেছে। সেপ্টেম্বর মাসেই শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুজো।

দুর্গাপুজো ২০২৫ সময় সূচি

  • 28 শে সেপ্টেম্বর ষষ্ঠী
  • 29 শে সেপ্টেম্বর সপ্তমী
  • 30 শে সেপ্টেম্বর অষ্ঠমী
  • 1 লা অক্টোবর নবমী
  • 2 রা অক্টোবর দশমী

যদিও ষষ্ঠী থেকে পূজো ধরা হয় তবে সরকারি কর্মীরা গত বছর গুলোর মতোই চতুর্থী থেকেই ছুটি পেয়ে যাবেন অর্থাৎ সরকারি কর্মীদের ছুটি (Government Holiday) শুরু হচ্ছে 26 শে সেপ্টেম্বর থেকে। ছুটি থাকবে 6 ই অক্টোবর লক্ষীপুজো পর্যন্ত অর্থাৎ টানা আট দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। এরপরেই এক সপ্তাহের জন্য অফিস খুলে গেলেও আবার টানা ছুটি পাবেন দীপাবলি থেকে। আগামী বছর দীপাবলি পড়েছে 20 অক্টোবর, ভাইফোঁটা 23 অক্টোবর।

গত বছরও চতুর্থীর দিন থেকেই সরকারি কর্মীরা ছুটি পাবেন অর্থাৎ সরকারি কর্মীদের ছুটি শুরু হচ্ছে 26 শে সেপ্টেম্বর থেকে। এর পরে 6 ই অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো। দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত 8 দিন ছুটি থাকবে টানা।দুর্গাপুজো লক্ষ্মীপুজো শেষ করে তারপরে আছে দীপাবলি বা কালিপুজো। আগামী বছর কালীপুজো 20 শে অক্টোবর আর 23 শে অক্টোবর ভাইফোঁটা। তাই কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত আবারও এক সপ্তাহের মতন ছুটি (Government Holiday) পেতে চলেছে সরকারি কর্মীরা।

সমস্ত পুজো পার্বণ কাটিয়ে উঠে অন্যান্য ছুটির মধ্যে রয়েছে ১৪ ই মার্চ দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা শুক্রবার, তাই পরের শনি ও রবিবার ছুটি থাকায় এক সঙ্গে টানা তিন দিনে ছুটি (Government Holiday) পাচ্ছে সরকারী কর্মীরা। 15 ই আগস্ট শুক্রবার তাই পরবর্তী শনি ও রবিবার পড়ায় টানা 3 দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। তবে পরের বছর কিছু ছুটি রবিবার পড়ে যাওয়ায় কয়েকটি ছুটি বাদ পড়ছে। যেমন প্রজাতন্ত্র দিবস 26 শে জানুয়ারি পড়েছে রবিবার।

গত বছর থেকে রামনবমী তো ছুটি দেওয়া হয় তবে পরের বছর রাম নবমী পড়েছে রবিবার তাইও মার যাচ্ছে। এছাড়া রাখি পূর্ণিমা ও ৯ আগস্ট করেছে রবিবার। তাই এই সমস্ত ছুটি গুলি রবিবার পড়ে যাওয়ায় অনেকেই অখুশি। এখন দেখা যাক রবিবার পড়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবারের পরবর্তী সোমবারে এই ছুটি গুলো (Government Holiday) ডিক্লেয়ার করে কিনা!

শ্যাম লতা গার্গ স্কলারশিপ ২০২৪। আবেদন পদ্ধতি দেখুন একনজরে

ক্যালেন্ডার খুলতেই প্রত্যেকটি ব্যক্তি চোখ বুলিয়ে নেয় ছুটিতে। এক বছর পুজো শেষ হতেই পরের বছরের দুর্গাপূজার ছুটির লিস্ট দেখার জন্য উদগ্রীব হয়ে যায়। আপনাদের সুবিধার জন্য এই প্রতিবেদনে উল্লেখ করা হলো এই বছর ও আগামী বছরের বেশ কিছু ছুটির তালিকা। এই সম্পর্কে আপনাদের কোন মতামত থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।