দীর্ঘ প্রতীক্ষার অবসান। দেশের অসংখ্য পিএফ একাউন্টধারীদের জন্য PF Interest Rate নিয়ে এসে গেল বড়ো সুখবর। গ্রাহকেরা তাদের একাউন্টে সুদের টাকা কবে পাবেন সে বিষয়ে সামনে এলো নতুন আপডেট। EPFO (Employees Provident Fund Organisation) এর তরফে পিএফ একাউন্টধারীদের জন্য এই আপডেট ঘোষণা করা হয়েছে। ২০২৪ আর্থিক বছরের ফেব্রুয়ারিতেই Provident Fund সুদের হার অনুমোদন করেছে ইপিএফও র নীতি নির্ধারণকারী সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি।
EPFO PF Interest Rate Credit in Bank Account Update.
সেখানে PF Interest Rate বছরে ৮.২০ শতাংশ ধার্য রাখতে বলা হয়েছিল। যা নিয়ে এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা জারি করেনি কেন্দ্রীয় অর্থ মন্ত্রক (Finance Ministry). সূত্রের খবর, ইপিএফও এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির তরফে অনুমোদন মেলার পর লোকসভা ভোট চলে আসায় এই নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারেনি সরকার। নির্বাচন মিটে যাওয়ায় এবার তা হতে চলেছে বলে জানা গিয়েছে।
PF নিয়ে বড় খবর
উল্লেখ্য, PF Interest Rate নিয়মিত জমা পড়ছে কিনা, তা জানতে গ্রাহকদের পিএফ একাউন্ট (PF Account) পরীক্ষা করতে বলেছে ইপিএফও। যা অনলাইনে করা যাবে। আবার এর জন্য চালু রয়েছে মিসড কল ও এসএমএস পরিষেবাও। আর এর ফলে দেশের কোটি কোটি প্রভিডেন্ট ফান্ড (EPFO Provident Fund) গ্রাহকদের জন্য দারুণ সুবিধা হয়েছে।
PF – প্রভিডেন্ট ফান্ডের সুবিধা ও যোগ্যতা 2024
দেশের সকল সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য কেন্দ্র সরকারের তরফে এই পিএফ স্কিম (PF Scheme) নিয়ে আসা হয়েছে এবং এই স্কিমের মাধ্যমে অনেক মানুষ নিজেদের ভবিষ্যত সুরক্ষিত করতে পারছেন। আর এবারে যাদের এই একাউন্ট আছেন তারা PF Interest Rate কিভাবে দেখতে পারবেন সেই সম্পর্কে জেনে নিতে পারবেন।
How to Check PF Interest Rate Online
1) গ্রাহককে প্রথমে ইপিএফও এর অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। তবে, এর জন্য অবশ্যই Universal Account Number বা UAN Number সক্রিয় থাকতে হবে।
2) ইপিএফওর ওয়েবসাইটে লগ ইন হয়ে গেলে ‘আমাদের পরিষেবা’ নামের ট্যাবটিতে যেতে হবে।
3) সেখানে ড্রপ ডাউন মেনুতে মিলবে ‘কর্মী জন্য’ বলে একটি অপশন।
4) এবার গ্রাহককে তাতে ক্লিক করতে হবে।
5) সেখানে নতুন উইন্ডো খুললে একেবার নীচের দিকে পাস বুক (PF Passbook) বলে একটি অপশন মিলবে আর এখান থেকেই গ্রাহকেরা PF Interest Rate সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন।
গ্রাহকেরা পিএফ একাউন্টের পাস বুক থেকে তার টাকা ঢুকেছে কিনা সেটি জানতে পারবেন এছাড়াও মিসড কল, মেসেজের মাধ্যমে ও অফিশিয়াল ওয়েবসাইট থেকেও জেনে নিতে পারবেন। পিএফ একাউন্টে গ্রাহকের মোবাইল নম্বর যদি যুক্ত থাকে তাহলে তিনি ০১১-২২৯০১৪০৬ এই নম্বরে মিসড কল দিয়ে ব্যালেন্স চেক (PF Balance Check) করে নিতে পারবেন।
কোটি কোটি গ্রাহকদের সতর্ক করলো LIC. এই নিয়ম মাথায় না রাখলে ক্ষতির সম্ভাবনা!
এছাড়া মেসেজের মাধ্যমে তার ব্যালেন্স চেক করার জন্য 7738299899 এই নাম্বারে EPFOHO UAN ENG লিখে মেসেজ করলে তিনি তার একাউন্টের ব্যালেন্স চেক (PF Interest Rate Balance Check) করতে পারবেন। এভাবে গ্রাহকেরা তাদের পিএফ একাউন্টের ব্যালেন্স (Provident Fund Account Balance Check) চেক করতে পারবেন। তাহলে এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Sampriti Bose.